করোনাকালীন শ্রমিকদের ২৫ শতাংশ ঝুঁকিভাতা দেওয়ার দাবি
যতদিন করোনাভাইরাস থাকবে ততদিন শ্রমিকদের ২৫ শতাংশ ঝুঁকিভাতা দেওয়ার দাবি জানিয়েছে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) নামের একটি সংগঠন।
একই সঙ্গে ১ আগস্ট থেকে যেসব কারখানা লকডাউনের ক্ষতি পুষিয়ে নিতে ছুটির দিনেও শ্রমিকদের দিয়ে অতিরিক্ত কাজ করিয়েছে, সেসব কারখানাকে অতিরিক্ত টাকা পরিশোধ করারও দাবি জানান তারা।
রোববার (২২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব দাবি জানানো হয়েছে। আইবিসির সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন স্বপনের সভাপতিত্বে আয়েজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক কামরুল হাসান, কেন্দ্রীয় নেতা আমিরুল হক আমিন, তৌহিদুর হমান, চায়না রহমান, ফুরদা আক্তার প্রমুখ।
তারা জানান, কোরবানির ঈদে শ্রমিকদের কর্মস্থলে পৌঁছাতে মোট মাসিক বেতনের ৩০ থেকে ৩৫ শতাংশ খরচ হয়েছে, যা অনেকেই ঋণ করে সুদের বিপরীতে নিয়েছেন। শ্রমিকদের এই অতিরিক্ত ব্যয় পরিশোধের দায়ও মালিকদের। তাছাড়া যে সব কারখানা ক্ষতি পুষিয়ে নিতে শ্রমিকদের বেতন কম দিয়েছে, সেসব কারখানা কর্তৃপক্ষকে টাকা ফেরত দেওয়ার দাবি করেন তারা।
ইএআর/এমএসএম/এমএস