সাড়ে তিন কোটি ছাড়ালো টিকাগ্রহীতা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:০০ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২১

দেশে করোনার টিকাগ্রহীতার সংখ্যা সাড়ে তিন কোটি ছাড়িয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে মোট তিন কোটি ৫১ লাখ ৬০ হাজার ৮৫০ জন টিকা নিয়েছেন।

তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন দুই কোটি ১১ লাখ ৪০ হাজার ৩৭৮ জন ও দ্বিতীয় ডোজ এক কোটি ৪০ লাখ ২০ হাজার ৪৭২ জন।

গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন তিন লাখ ৮৩ হাজার ৬৮৯ জন। তাদের মধ্যে দুই লাখ ১৮ হাজার ২৬৩ জন প্রথম ডোজ ও এক লাখ ৬৫ হাজার ৪২৬ জন দ্বিতীয় ডোজ।

প্রথম ডোজ গ্রহীতাদের মধ্যে পুরুষ এক লাখ ১৭ হাজার ৯৬০ জন ও নারী এক লাখ ৩০৩ জন। দ্বিতীয় ডোজ গ্রহীতাদের মধ্যে পুরুষ ৯২ হাজার ৩৬৬ জন ও নারী ৭৩ হাজার ৬০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এমআইএস অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এখন পর্যন্ত সারাদেশে টিকার জন্য নিবন্ধন করেছেন চার কোটি ১৩ লাখ ৮৫ হাজার ৭৫৯ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে চার কোটি আট লাখ ২৮ হাজার ৫১৪ জন ও পাসপোর্টের মাধ্যমে পাঁচ লাখ ৫৭ হাজার ২৪৫ জন।

এমইউ/এমএসএম/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।