করোনা নেগেটিভ সনদ নিয়ে আমিরাতে গেলেন ৫৭৪৮১ বাংলাদেশি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:৩৭ এএম, ২৭ অক্টোবর ২০২১
ফাইল ছবি

ফ্লাইট ছাড়ার মাত্র ছয় ঘণ্টা আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত আরটিপিসিআর ল্যাবরেটরিতে করোনা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পৌঁছানো প্রবাসী বাংলাদেশি কর্মী তথা যাত্রীর সংখ্যা ৫৭ হাজার ছাড়িয়েছে।

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দুই হাজার ২৪৭ জনসহ ইউএই পৌঁছানো যাত্রীর সংখ্যা দাঁড়ালো ৫৭ হাজার ৪৮১ জনে।

তবে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হওয়ায় এ পর্যন্ত নির্ধারিত ফ্লাইটে ইউএই যেতে পারেননি ৩৩ জন।

ইউএই সরকারের নির্দেশনা অনুযায়ী, গত ২৯ সেপ্টেম্বর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে স্থাপিত ছয়টি প্রতিষ্ঠানের পিসিআরল্যাবে করোনার নমুনা পরীক্ষার মাধ্যমে যাত্রী পাঠানো শুরু হয়। কোনো যাত্রীকে ফ্লাইট ছাড়ার ৪৮ ঘণ্টা আগে একবার ও ছয় ঘণ্টা আগে আরেকবার করোনা পরীক্ষায় নেগেটিভ হয়ে তবেই ইউএই যেতে হয়।

শুরুতে পর্যাপ্ত প্রস্তুতি ও সমন্বয়ের অভাবে বিমানবন্দরের অভ্যন্তরে স্থাপিত ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা নিয়ে যাত্রীদের নানা অভিযোগ থাকলেও পরবর্তীতে এসব সমস্যা চিহ্নিত করে সমাধান করা হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ জাগো নিউজকে বলেন, বর্তমানে সুষ্ঠুভাবে করোনার নমুনা পরীক্ষা কার্যক্রম শেষে বিভিন্ন ফ্লাইটে ইউএইতে যাত্রী যাচ্ছেন। যাত্রীদের অধিকাংশই প্রবাসীকর্মী। তাদের বিনামূল্যে করোনার নমুনা পরীক্ষা করে দিচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বিমানবন্দরে যে ছয়টি প্রতিষ্ঠানে ইউএইগামী যাত্রীদের করোনার নমুনা পরীক্ষা হচ্ছে, সেগুলো হলো- স্টেমজ হেলথ কেয়ার (বিডি) লিমিটেড, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, গুলশান ক্লিনিক লিমিটেড ও ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক।

এমইউ/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।