করোনা: নতুন বছরে বাড়িভাড়া না বাড়ানোর দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৬ পিএম, ০৪ ডিসেম্বর ২০২১

মহামারি করোনা পরিস্থিতির কথা চিন্তা করে নতুন বছরের বাড়িভাড়া স্বাভাবিক রাখতে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মেস সংঘ (বিএমও)।

শনিবার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএমওর উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এ আহ্বান জানান বক্তারা।

বক্তারা বলেন, সংবিধানের অনুচ্ছেদ ৩৪ থেকে ৩৯ পর্যন্ত মানুষের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস স্বাধীনতার ৫০ বছরেও দেশের সব মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। অনেক মানুষ এখনো গৃহহীন এবং গাছতলায় ঘুমায়। পক্ষান্তরে শহরে ভাড়া বাসায় বসবাসকারী ভাড়াটিয়ারা বাড়িভাড়ার বিড়ম্বনা বা যন্ত্রণা যে কী জিনিস, তারাই ভালো উপলদ্ধি করেন। প্রতি বছর বাড়িভাড়া বাড়ানো হচ্ছে। কাজেই অপ্রত্যাশিত অভিঘাত মহামারি করোনা পরিস্থিতির কথা চিন্তা করে নতুন বছর (২০২২ সালে) শহরের বাড়িভাড়া স্বাভাবিক রাখতে সরকারকে উদ্যোগ নিতে হবে। দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।

তারা বলেন, আসন্ন নতুন বছর ২০২২ সালে লাগামহীন বাড়িভাড়া বাড়ানো কারও কাম্য নয়। আমাদের দাবি অযৌক্তিকভাবে কোনো অবস্থায়ই বাড়িভাড়া বাড়ানো যাবে না। ভাড়ির মালিক ও ভাড়াটিয়া একে-অপরের পরিপূরক ভাবতে হবে। বাড়িভাড়া নির্ধারণের ক্ষেত্রে সর্বোচ্চ আদালত হাইকোর্ট বিভাগের নির্দেশনা প্রতিপালন করতে হবে। মানববন্ধনে মেস সংঘের ১৩ দফা দাবির পক্ষে লিফলেটও বিতরণ করা হয়।

বিএমও সভাপতি হাবিবুর রহমান মনির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মহাসচিব আয়াতুল্লাহ আকতার, অ্যাডভোকেট ফুয়াদ, রাসেল আনান জিন্টু, মো. হাসান প্রমুখ।

এমএইচএম/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।