খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৭ পিএম, ২০ জানুয়ারি ২০২২
সাধন চন্দ্র মজুমদার। ছবি: সংগৃহীত

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। তবে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। মন্ত্রী এখন বাসায় অবস্থান করছেন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন জাগোনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

খাদ্যমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, হালকা ঠান্ডা লাগায় মঙ্গলবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন সাধন চন্দ্র মজুমদার। বুধবার তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

বুধবার (১৯ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশন হয় কৃষি মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে। সেই অধিবেশনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারও উপস্থিত ছিলেন।

আরএমএম/এএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।