৩১ কোটি টিকা এসেছে, ৯ কোটি মজুত আছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ২২ জানুয়ারি ২০২২

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সরকারের যথাযথ উদ্যোগে দেশে করোনা ভাইরাসের (কোভিড-১৯) ৩১ কোটি টিকা এসেছে। এর মধ্যে এখনো নয় কোটি টিকা মজুত আছে। সবাই নির্দিষ্ট নিয়মে টিকা নিন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।

শনিবার (২২ জানুয়ারি) চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেখ রাসেল চত্বরে আয়োজিত মাস্ক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, দেশে এখনো করোনা ভাইরাসের নয় কোটি টিকা মজুত আছে। সবাই নির্দিষ্ট নিয়মে টিকা নিতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে ও মাস্ক পরতে হবে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ‘আপনার কাছের কোনো টিকাকেন্দ্রে শুধু জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নিয়ে গেলেই টিকা নেওয়া সম্ভব। আগে কোনো রেজিস্ট্রেশন করার প্রয়োজন হবে না এবং সবাইকে আবশ্যিকভাবে মাস্ক পরে ঘর থেকে বের হতে হবে।’

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত সবার মধ্যে মাস্ক বিতরণ এবং অসহায় মানুষের কম্বল বিতরণ করেন তথ্যমন্ত্রী।

মিজানুর রহমান/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।