লতিফ সিদ্দিকী গ্রেফতার


প্রকাশিত: ০৭:৫৬ এএম, ২৫ নভেম্বর ২০১৪

মন্ত্রিসভা ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ধানমণ্ডি থানায় আত্মসমর্পণ করার পর তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন ধানমণ্ডি থানা পুলিশ।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ঢাকা ও দেশের ১৮টি জেলায় ২২টি মামলা রয়েছে। এ সব  মামলায় নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় প্রতিটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

এদিকে একাধিক মামলা ও গ্রেফতারি পারোয়ানা মাথায় নিয়ে গত রোববার রাতে কলকাতা থেকে ঢাকায় ফিরে অজ্ঞাত স্থানে চলে যান লতিফ সিদ্দিকী। গ্রেফতারি পরোয়ানা থাকলেও বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করেনি পুলিশ।

অন্যদিকে তাকে গ্রেফতার করার দাবিতে বিভিন্ন ধর্মীয় সংগঠন বিভোক্ষ মিছিল করেছে এবং গ্রেফতার না করা হলে হরতালের মত কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছে তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।