চমেকে রোগীর স্বজনের মোবাইল-টাকা চুরি, দুই নারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগাম
প্রকাশিত: ০১:১৯ এএম, ১১ সেপ্টেম্বর ২০২২

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকা থেকে রোগীর স্বজনের কাছ থেকে মোবাইল ও টাকা চুরির অভিযোগে দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার দুই নারী হলেন- তাসলিমা আক্তার (২২) ও রওশন আরা বেগম (৩৫)। তাদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করা হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চুরি যাওয়া মোবাইল ও টাকা উদ্ধার করা হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আশেক জাগো নিউজকে জানান, শনিবার দুপুরে হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের ওষুধের দোকান থেকে ওষুধ কিনছিলেন এক রোগীর স্বজন। এসময় তার ভ্যানিটি ব্যাগ থেকে কৌশলে চেইন খুলে মোবাইল ও দুই হাজার ৩৮০ টাকা চুরির ঘটনা ঘটে।

তিনি আরও জানান, পরে বিষয়টি পুলিশ ফাঁড়িতে জানালে দ্রুত অভিযান চালিয়ে হাসপাতালের পূর্ব গেট এলাকা থেকে সন্দেহভাজন দুই নারীকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে ওই রোগীর মোবাইল ও চুরি যাওয়া টাকা উদ্ধার করা হয়।

ইকবাল হোসেন/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।