‘নিরাপদ প্রজন্ম গড়তে নিরাপদ সড়ক জরুরি’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৭ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২২
কর্ণফুলীতে নিরাপদ সড়ক চাই এর শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথি সাংবাদিক চৌধুরী ফরিদ

‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ সড়ক গড়ে তুলতে হবে। নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সড়কও নিরাপদ করতে হবে। আমাদের বাঁচতে ও ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখতে রাস্তা নিরাপদ করতে হবে। তাই নিরাপদ প্রজন্ম গড়তে নিরাপদ সড়ক জরুরি। এ জন্য দরকার সবার মানসিকতার পরিবর্তন। নিতে হবে সমন্বিত উদ্যোগ ও পরিকল্পনা। তবেই তৈরি হবে নিরাপদ সড়ক।’

চট্টগ্রামের কর্ণফুলী থানার চরপাথরঘাটা ইউনিয়নের আজিম-হাকিম স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ সড়ক চাই’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতন করতে অনুষ্ঠিত শিক্ষার্থী সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন আজিম-হাকিম স্কুল অ্যান্ড কলেজের প্রধান নির্বাহী মাস্টার হাফেজ আহমদ।

নিরাপদ সড়ক চাই মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীবের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী ফরিদ, প্রধান বক্তা ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন মো. হাকিম আলী, বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হক, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এস.এম পেয়ার আলী।

‘নিরাপদ প্রজন্ম গড়তে নিরাপদ সড়ক জরুরি’

কর্ণফুলীতে নিরাপদ সড়ক চাই এর শিক্ষার্থী সমাবেশে প্রধান বক্তা লায়ন মো. হাকিম আলী

এছাড়া আরও উপস্থিত ছিলেন আজিম-হাকিম স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মনজুর আলম, সহকারী শিক্ষক অখিল চন্দ্র পাল, উৎপল রায়, খলিলুর রহমান রাজীব, মো. সোহেল রানা, মো. শহিদুল ইসলাম, সৈকত উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথি সাংবাদিক চৌধুরী ফরিদ বলেন, শুধুমাত্র সরকারের ওপর নির্ভরশীল হলে চলবে না। কিছু দায়িত্ব আমার, আপনারও আছে। কাজেই চালক, পথচারী ও শিক্ষার্থী দুর্ঘটনার দায়-দায়িত্ব সবারই আছে। সেটা মনে রেখে সবাই নিজেদেরকে সুরক্ষিত করতে সচেষ্ট হলেই ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ সড়ক উপহার দেওয়া সম্ভব হবে। নিরাপদ সড়ক চাই সংগঠনটির এটি একটি চমৎকার উদ্যোগ।

প্রধান বক্তা লায়ন মো. হাকিম আলী বলেন, আমরা মনে করি যারা এখানে উপস্থিত হয়েছেন, তারা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে আশেপাশের সবাইকে সচেতন করবেন। এটা আমাদের দায়িত্ব। আর এ দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলেই পর্যায়ক্রমে শিক্ষার্থীদের হাত ধরে সড়ক নিরাপদ হয়ে ওঠবে।

ইকবাল হোসেন/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।