সুন্দরবনে নিষিদ্ধ ড্রোন : শাহজালালে নিরাপত্তা ঝুঁকি!


প্রকাশিত: ০৪:২৫ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬
ফাইল ছবি : শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর

সম্প্রতি সুন্দরবনের আকাশে ওড়ার সময় একটি ড্রোনকে নিচে নামিয়ে আটক করেছে বন কর্তৃপক্ষ। অনুমতি না নিয়েই ওই ড্রোনটি দিয়ে প্রামাণ্যচিত্র তৈরির কাজ করছিলেন ফ্রান্সের ‘এআরটিই’ টেলিভিশনের তিন সাংবাদিক। ড্রোনের সঙ্গে উদ্ধার করা হয়েছে অত্যাধুনিক ক্যামেরা। তবে এই ড্রোন দেশের জন্য বিরাট একটি হুমকি হতে পারতো। কারণ এতে বোমা দিয়ে যেকোনো দূরত্বে নিক্ষেপ করা সম্ভব।

শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর দিয়েই ড্রোনটি নিয়ে বাংলাদেশে আনা হয়েছে বলে জিজ্ঞাসাবাদের সময় ফ্রান্সের সাংবাদিকরা জানিয়েছেন। সংবেদনশীল এই ড্রোনটি শাহজালাল বিমানবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করায় দেশের সর্ববৃহৎ এই বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাও প্রশ্নের মুখে পড়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী, দেশের বিমানবন্দরগুলোতে যদি কোনো ড্রোন আসে সে বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে জানাতে হবে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত না আসা পর্যন্ত এসব ড্রোন খালাস করা যাবে না। তবে শাহজালাল দিয়ে খুব সহজেই বাংলাদেশে ঢুকছে ড্রোনটি।

রাজধানীর কয়েকটি গিফট শপের দোকানে সাড়ে ৩ থেকে ৪ হাজার টাকায় ড্রোন বিক্রি হচ্ছে। অনেকে আবার ব্যক্তি উদ্যোগে চীন থেকে বাংলাদেশে আসার সময় ড্রোন লাগেজে করে নিয়ে আসছে।

সুন্দরবনে আটক পাইলটবিহীন যুদ্ধবিমান খ্যাত ড্রোনটি উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি বিমান। এটি রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত, যা ৪০০ ফুট (৪০ তলা) ভবনের সমান উচ্চতায় উড়তে সক্ষম। পাঁচ কিলোমিটার দূর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই ড্রোন নিয়ন্ত্রণ করা যায়। এটি ওড়ার সময় কোনো শব্দ হয় না।

সম্প্রতি শাহজালালে নিরাপত্তা জোরদার করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। নিয়ন্ত্রণ করা হয়েছে দর্শনার্থীদের প্রবেশ। শাহজালালের ভেতরে অকারণে কেউ হাঁটা-চলা করলেও জবাবদিহি করতে হয় কর্তৃপক্ষকে। এর মধ্যে কীভাবে সংবেদনশীল এই ড্রোনটি শাহজালাল পেড়িয়ে পৌঁছে গেছে সুন্দরবনে? প্রশ্ন তুলেছেন অনেকে।

এবিষয়ে জানতে চাইলে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ দলের সহকারী কমিশনার (এসি) শহীদুজ্জামান সরকার জাগো নিউজকে বলেন, বিমানবন্দরে আগত ১০ শতাংশ যাত্রীর লাগেজ স্ক্যান করার কথা থাকলেও কাস্টমস কর্তৃপক্ষ ৭০ ভাগের বেশি যাত্রীর লাগেজ স্ক্যান করে। বাকিদের মধ্যে কেউ যদি ঘোষণা না দিয়ে ড্রোন এনে থাকে এবিষয়ে আমাদের সাবধান হওয়া ছাড়া কিছুই করার নেই।

এআর/একে/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।