বরিশালে ১০ মণ জাটকা জব্দ
ফাইল ছবি
বরিশালের বালুঘাটে এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে ১০ মণ জাটকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। ব্যবসায়ী বাচ্চু মিয়াকে আটকের পর জরিমানা করা হয়। জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মো. লুৎফর রহমান বুধবার বেলা ১০টার দিকে এ জরিমানা করেন।
বরিশাল সদর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে কালাইয়া বাজার থেকে বরিশাল পোর্ট রোডের মাছ ব্যবসায়ী নাসির মিয়ার আড়তে জাটকাগুলো আনা হয়েছিল। পরে জাটকা জাটকাগুলো জব্দ এবং বাচ্চু মিয়াকে আটক করা হয়।
জব্দকৃত জাটকাগুলো মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।
সাইফ আমীন/এফএ/এআরএ/পিআর