দুই মেয়ের জন্য বাঁচতে চান দিনমজুর শাহীন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৯ পিএম, ১০ অক্টোবর ২০২২

ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে মো. শাহীন আলম। দৈনিক ভিত্তিতে অন্যের জমিতে কাজ করে দুই কন্যা সন্তান, স্ত্রী ও মাকে নিয়ে কোনো রকমে সংসার চালাচ্ছিলেন। পরিশ্রমে ভর করে স্বপ্ন দেখছিলেন সংসারে ভালো দিন আনার।

কিন্তু তার সেই স্বপ্ন যেন এখন ফিকে হতে চলেছে। শাহীন আলম ভুগছেন কিডনি রোগে। দুই কিডনির সমস্যা নিয়ে তিনি এখন ভর্তি হাসপাতালের বিছানায়। প্রয়োজনীয় চিকিৎসার জন্য আর্থিক সক্ষমতা না থাকায় মানুষের দ্বারে দ্বারে ঘুরছে তার পরিবার। অন্যদিকে দুই কন্যাকে নিয়ে সংসার চালিয়ে যেতে হিমশিম খাচ্ছেন তার স্ত্রী৷

পরিবার সূত্রে জানা গেছে, হঠাৎ শাহীন আলমের শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়। পরে চিকিৎসকের পরামর্শে শরীরের পরীক্ষা-নিরীক্ষা করেন তিনি। এতে দেখা যায়, তার দুই কিডনিতেই সমস্যা। পরে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি ও মেডিসিন রোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসা নিতে থাকেন। কিন্তু অর্থের কারণে সেখানে চিকিৎসা চালিয়ে যেতে পারেননি। এরপর বিত্তবানদের সহযোগিতায় ভর্তি হন যশোরের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই এখন কোনো রকম চিকিৎসা নিচ্ছেন শাহীন আলম। আর তার মা, স্ত্রী ও দুই কন্যা সন্তান দিন পার করছেন খুব কষ্টে।

শাহীন এখন তার দুই মেয়ের জন্য হলেও বাঁচতে চান, সেজন্য বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।

এ বিষয়ে শাহীন আলমের প্রতিবেশী মো. আশরাফুল আলম আশা বিত্তবানদের সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ভাইয়ের এই দুঃসময়ে বিশেষ করে তার দুই কন্যা সন্তানের কথা বিবেচনা করে, আপনারা তার চিকিৎসার জন্য সবাই এগিয়ে আসুন। আপনাদের সাধ্যমত সাহায্যের হাতটা একটু প্রসারিত করুন। আল্লাহ যদি চান সঠিক চিকিৎসা পেলে ভাইটি সুস্থ হবে।

সাহায্য পাঠানোর ঠিকানা-
মিসকাতুল ইসলাম মিঠুন
০১৯২৬৫৫৬৭৬৯ (বিকাশ)

তুষার মিয়া
০১৯৭৩৪৮৯৮৪৮ (বিকাশ, নগদ, রকেট)
০১৮৯১৮৭৩১১৩ (বিকাশ, নগদ)

এইচএ/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।