সাংবাদিক, সাহিত্যিক লতিফ সিদ্দিকীর মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক, সাহিত্যিক লতিফ সিদ্দিকীর মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৯ সালের ১১ ফেব্রুয়ারি তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
লতিফ সিদ্দিকী একাধারে ছিলেন সাংবাদিক, লেখক ও রাজনীতিক। সংবাদ, ভোরের কাগজ, প্রথম আলোসহ বিভিন্ন দৈনিকে তিন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। রোদ্দুর নামে একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করতেন তিনি। জনৈক হরিদাস পালের নিজের কথা তার একটি উপন্যাস রয়েছে। আফ্রিকান লেখক নগুগি ওয়া থিংওর গল্পের অনুবাদ করে একটি গ্রন্থ প্রকাশের জন্য পাণ্ডুলিপি জমা দিয়েছিলেন। কিন্তু প্রকাশক সেটি হারিয়ে ফেলায় তা আর আলোর মুখ দেখেনি। আমৃত্যু এই দুঃখ তাকে তাড়িয়ে বেরিয়েছে।
তিনি দৈনিক সংবাদ পত্রিকায় ‘উলুখড়ের দিনলিপি’ শিরোনামে নিয়মিত কলাম লিখতেন। বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সক্রিয় নেতা ছিলেন লতিফ সিদ্দিকী। তিনি ছিলেন খেলাঘর সংগঠনের সংগঠক। আজীবন নির্যাতিত ও নিপীড়িত মানুষের কল্যাণে কাজ করে গেছেন তিনি।
এইচআর/আরআইপি