চবিতে জাতিসংঘের চার দিনব্যাপী প্রতীকী সম্মেলন শুরু


প্রকাশিত: ০৭:৫৮ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বুধবার থেকে শুরু হয়েছে জাতিসংঘের চার দিনব্যাপী প্রতীকী সম্মেলন। চার দিনব্যাপী এ সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘সমুন্নত মানবতা, উদ্বাস্তুদের সুরক্ষা’।

চিটাগাং ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন দ্বিতীয় বারের মত বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে এ  সম্মেলনের আয়োজন করে।

অনুষ্ঠিতব্য এই সম্মেলনের মোট অংশগ্রহণকারী ডেলিগেট বা রাষ্ট্র প্রতিনিধিদের সংখ্যা প্রায় ৪০০। সম্মেলনে বাংলাদেশ ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ অংশ নিচ্ছে। এ ছাড়াও সারা দেশের ৪৫টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। এদের মধ্যে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের প্রতিনিধিসহ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরাও রয়েছেন।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এসময় তিনি বলেন, ‘তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে দক্ষ কূটনৈতিক তৈরিতে এ ধরনের তৎপরতা সাধুবাদ পাওয়ার দাবিদার।’

এই ধরনের কার্যক্রমকে বেগবান করার জন্য সাধারণ শিক্ষার্থীদের সম্পৃক্ততা বৃদ্ধির উপর জোর দেন উপাচার্য।

সংগঠনের সাধারণ সম্পাদক ইজাজ মাহমুদ ফুয়াদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চবি প্রক্টর মো. আলী আজগর চৌধুরী, এমবিএ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি ওবাইদুর রহমান ফারুকি এবং সাধারণ সম্পাদক আ ন ম ওয়াজেদ আলী। এ ছাড়া প্ল্যানারি প্রেসিডেন্ট হিসেবে উপস্থিত ছিলেন সিউমুনা প্রেসিডেন্ট এস এম মোত্তাকিন।

সম্মেলনে জাতিসংঘের ৮টি গুরুত্বপূর্ণ অঙ্গ সংস্থার আদলে আলোচনার বিষয়বস্তু সাজানো হয়েছে আটটি কমিটিতে।

আন্তর্জাতিক রাজনীতিতে রিফিউজি সমস্যার চলমান গুরুত্বের কথা মাথায় রেখে এবং এই সমস্যার আশু সমাধানে তরুণ বা ছাত্র সমাজের অংশগ্রহণের সুযোগের ব্যাপারে লক্ষ্য রেখে এবারের সম্মেলনের সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে।

সম্মেলনে অংশগ্রহণকারীদের আশা, বাংলাদেশের তরুণ সমাজের মধ্য থেকে বৈশ্বিক নেতারা যে সমস্যার সমাধান বের করে আনতে পারেননি, সেই সমস্যার শান্তিপূর্ণ সমাধান বের হয়ে আসতে পারে।

জীবন মুছা/একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।