জিদানের চোখে রোনালদোই বিশ্বসেরা
তিনি নিজেই এখন রিয়াল মাদ্রিদের কোচ। ক্রিশ্চিয়ানো রোনালদোদের কোচ। জিনেদিন জিদান তো চাইলেও প্রতিপক্ষ কোন ফুটবলারের প্রশংশা করতে পারেন না। রিয়াল মাদ্রিদ কোচ জিদানের কাছে ক্রিশ্চিয়ানো রোনালদোই আপাতত বিশ্বসেরা ফুটবলার। মেসি কিংবা নেইমার নন, তার নিজের দলের ফুটবলারকেই সেরা হিসেবে অভিহিত করলেন তিনি।
এক সময় বিশ্বসেরা ফুটবলারের কাছে বর্তমানের সেরা ফুটবলার কে? প্রশ্নের উত্তরে একটুও দ্বিধা করেননি রিয়াল কোচ জিদান। সাবেক কোচ রাফা বেনিতেজের রাস্তায় না হেঁটে আগেভাগেই জানিয়ে দিলেন, সিআর সেভেনই তার কাছে বিশ্বের সেরা। জিদান বলন, ‘রোনালদোই বিশ্বের সেরা ফুটবলার। লোকে যা খুশি তাই বলতে পারে রোনালদোকে নিয়ে; কিন্তু ও খুব ভাল একজন মানুষ। মেসি হচ্ছে ওর প্রতিদ্বন্দ্বী। এই প্রতিদ্বন্দ্বিতা ফুটবলের জন্য ভাল। এটাই সবাই দেখতে চায়।’
রাফায়েল বেনিতেজ রিয়াল কোচ থাকার সময় শুরুতেই বলে বসেছিলেন, ‘রোনালদো বিশ্বসেরা ফুটবলারদের মধ্যে একজন।’ এ নিয়ে তাকে ক্লাব কর্মকর্তাদের কাছ থেকে সতর্কবার্তাও শুনতে হয়েছিল যে, বেনিতেজের বলা উচিত ছিল রোনালদো বিশ্বের সেরাদের মধ্যে একজন নন, রোনালদোই বিশ্বসেরা।
জিদান অবশ্য কোচ হওয়ার পর থেকেই গোলে ফিরেছেন সিআর সেভেন। রিয়াল মাদ্রিদও ফিরেছে নিজেদের রাজকীয় মেজাজে। তবে ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফুটবলার নাকি কোনও দিন স্বপ্নেও ভাবেননি যে, এক দিন ডাগআউটে দাঁড়িয়ে কোনও দলের দায়িত্ব নেবেন। ‘কোচ হব, কোনও দিনও ভাবিনি। অবসর নেওয়ার পরে সবার ইচ্ছা থাকে পরিবারকে আরও বেশি সময় দেওয়ার। আমি শুধু ফুটবল খেলতে ভালবাসতাম। বাকি কিছু নিয়ে ভাবতাম না,’- বলছেন জিদান।
আইএইচএস/এমএস