যুবাদের প্লেট চ্যাম্পিয়ন আফগানিস্তান


প্রকাশিত: ১১:৪৫ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথমবারের মতো প্লেট কাপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে যুদ্ধ-বিধ্বস্ত দেশ আফগানিস্তান। শুক্রবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলকে ৫ উইকেটে পরাজিত করে যুদ্ধ-বিধ্বস্ত দেশটি।  যুব বিশ্বকাপে চারবারের অংশ গ্রহণে সর্বোচ্চ সফলতা তাদের ২০১৪ আসরে সপ্তম হওয়া। এবার প্লেট কাপও জিতল দলটি।

শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের। দলীয় ১৫ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। পরে মিডল অর্ডারে মারে ও মাশিঙ্গের হাফ সেঞ্চুরিতে দুশো পার হয় দলটি। মারে ৫৩, মাশিঙ্গে ৬৬ রান করে আউট হয়। শেষ দিকে মাদেভরে ১৯ ও কেফে ৩৮ রান করলে ২১৬ রানের সংগ্রহ পায় জিম্বাবুয়ে। আফগানদের পক্ষে জিয়াউর রহমান ও মুসলিম মুসা ২টি করে উইকেট নেন।

জিম্বাবুয়ের দেওয়া ২১৭ রান তাড়া করতে নেমে আফগানিস্তানের শুরুটাও ভালো হয়নি। ১২ রানেই পড়ে গিয়েছিল ১ উইকেট। এক পর্যায়ে তো ১২৩ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে আফগানরা। তবে ষষ্ঠ উইকেটে রশিদ খানকে সাথে নিয়ে ৯৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে দারুণ এক জয় এনে দেন তারিক। ১৪২ বলে ১০ চার ও ২ ছক্কায় অপরাজিত ১০৬ রানের চমৎকার এক ইনিংস খেলেন তারিক। রশিদ অপরাজিত ছিলেন ৫৫ রানে। জিম্বাবুয়ের হয়ে জেরেমি ইভেস দুটি উইকেট নেন। একটি করে উইকেট নেন ব্রেন্ডন মাভুতা, রোগারি মাগারিরা ও কুন্দাই মাতিগিমু।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।