ঋষি সুনাককে শেখ হাসিনার অভিনন্দন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:৩৬ পিএম, ২৫ অক্টোবর ২০২২

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৫ অক্টোবর) ব্রিটিশ প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা এক চিঠিতে তিনি এ অভিনন্দন জানান।

ঋষি সুনাককে পাঠানো ওই চিঠিতে শেখ হাসিনা লেখেন, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে যুক্তরাজ্য ও নর্দার্ন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে আপনার সফলতা কামনা করছি।

যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি লেখেন, চলতি বছর আমরা কমনওয়েলথ দেশগুলোর মধ্যকার বন্ধুত্বের ৫০ বছরপূর্তি উদ্‌যাপন করেছি। আশা করি, আগামী দিনগুলোতেও রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্বের দিক দিয়ে আমাদের এ বন্ধুত্ব অব্যাহত থাকবে।

মঙ্গলবার বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেন সুনাক। এ সময় তাকে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার পাশাপাশি সরকার গঠনের আহ্বান জানান রাজা।

এসএএইচ

 

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।