ঋষি সুনাককে শেখ হাসিনার অভিনন্দন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:৩৬ পিএম, ২৫ অক্টোবর ২০২২

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৫ অক্টোবর) ব্রিটিশ প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা এক চিঠিতে তিনি এ অভিনন্দন জানান।

ঋষি সুনাককে পাঠানো ওই চিঠিতে শেখ হাসিনা লেখেন, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে যুক্তরাজ্য ও নর্দার্ন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে আপনার সফলতা কামনা করছি।

যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি লেখেন, চলতি বছর আমরা কমনওয়েলথ দেশগুলোর মধ্যকার বন্ধুত্বের ৫০ বছরপূর্তি উদ্‌যাপন করেছি। আশা করি, আগামী দিনগুলোতেও রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্বের দিক দিয়ে আমাদের এ বন্ধুত্ব অব্যাহত থাকবে।

মঙ্গলবার বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেন সুনাক। এ সময় তাকে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার পাশাপাশি সরকার গঠনের আহ্বান জানান রাজা।

এসএএইচ

 

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।