রাজধানীর উত্তরা থেকে অপহৃত শিশু উদ্ধার


প্রকাশিত: ০৪:১৬ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীর উত্তরা থেকে অপহৃত ৬ বছরের শিশু মোবারককে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার সকালে তাকে উদ্ধার করা হয়।
 
এসময় অপহরণকারী সন্দেহে মো. আব্দুল জব্বার ওরফে ঠান্ডু ওরফে বাবলু ও তার স্ত্রী নাজমা আক্তারকে গ্রেফতার করা হয়েছে।
 
গত বছরের ৪৯ ডিসেম্বর মোবারককে অপহরণ করা হয়। তার বাবা একজন ফল বিক্রেতা। জব্বার ও তার স্ত্রী শিশুটিকে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, অপহৃত শিশুর বাবাকে অপহরণকারীরা আইন শৃঙ্খলা বাহিনীকে জানালে শিশুকে হত্যা করবে বলে হুমকি দেয়। দরকষাকষির এক পর্যায়ে শিশুর বাবা অপহরণকারীদের দুটি নম্বরে বিভিন্ন সময়ে ১৭ হাজার ৭৭০ টাকা বিকাশ করে। এ ব্যপারে তাৎক্ষণিকভাবে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডাইরি এবং ৪০ দিন পর শিশুটিকে জীবিত উদ্ধারের আশা ছেড়ে দিয়ে ওই থানায় একটি মামলা করা হয়।
 
তদন্তের এক পর্যায়ে গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগে সাইবার ক্রাইম টিম আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপহরণকারী আব্দুল জব্বারকে গাইবান্ধা জেলার সাঘাটা থেকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যানুযায়ী গাজীপুর জেলার শ্রীপুর থানার মাওনা গ্রামে তার বাড়ি থেকে স্ত্রী নাজমা আক্তারের কাছ থেকে অপহৃত শিশু মোবারককে উদ্ধার করা হয়।

এআর/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।