আরও দুই বছর সিনিয়র সচিব থাকছেন মাসুদ বিন মোমেন

আরও দুই বছর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব থাকছেন মাসুদ বিন মোমেন। তাকে আরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে বুধবার (১৬ নভেম্বর) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আগামী ৫ নভেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মাসুদ বিন মোমেনের। তার অবসরোত্তর ছুটি এবং এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে আগামী ৬ ডিসেম্বর বা যোগদানের তারিখ থেকে চুক্তিভিত্তিক এ নিয়োগ দেওয়া হয়েছে।
এ নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
আরএমএম/বিএ/এএসএম