জবিতে দুই ভাষা সৈনিককে সম্মাননা প্রদান


প্রকাশিত: ০৮:২৬ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস-২০১৬ স্মরণে দু’জন ভাষা সৈনিককে সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে কলা অনুষদ।

অনুষ্ঠানের শুরুতে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান ভাষা সৈনিক সাবির আহমেদ চৌধুরী ও ভাষা সৈনিক ড. জসীম উদ্দিন আহমেদকে উত্তরীয় ও ক্রেস্ট প্রদান করেন। এসময় উপস্থিত দর্শক সকল ভাষা শহীদদের স্মরণে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান।

ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. তানভীর আহসান ভাষা সৈনিক ড. জসীম উদ্দিন আহমেদের এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রাজিব মণ্ডল কবি ও ভাষা সৈনিক সাবির আহমেদ চৌধুরীর সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, “আমাদের মহান ভাষা আন্দোলনের তিনটি দাবির মধ্যে অন্যতম ছিল ‘সর্বস্তরে বাংলা চাই’। বাংলা ভাষার ব্যবহার যাতে সকল ক্ষেত্রে প্রচলন করা যায় সে ব্যাপারে আমাদের সকলকে উদ্যোগ নিতে হবে বলে আহ্বান জানান তিনি।”

"
তিনি আরো বলেন, “ভাষার ক্ষেত্রে সংকট উত্তরণ করার জন্য আমাদের পাঠ্যপুস্তকে বাংলার ব্যবহার অনিবার্য। তৎকালীন সময়ে আমরা শুধু উর্দু ভাষা দ্বারা আক্রান্ত হতাম, কিন্তু বর্তমানে আমরা বহু ভাষায় আক্রান্ত। মাতৃভাষার শিক্ষায় শিক্ষিত হয়ে যেকোনো জাতি উন্নতি লাভ করতে পারে।” এসময় তিনি সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারের জন্য নতুন প্রজন্মদের ভাষা সৈনিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে অতিথি হিসেবে কবি ও ভাষা সৈনিক সাবির আহমেদ চৌধুরী, ভাষা সৈনিক ড. জসীম উদ্দিন আহমেদ, ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ আবুল বরকত জাদুঘর ও সংগ্রহশালার পরিচালক অধ্যাপক ড. আবু মোহাম্মদ দোলেয়ার হোসেন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান।

"
এসময় কবি ও ভাষা সৈনিক সাবির আহমেদ চৌধুরী ও ভাষা সৈনিক ড. জসীম উদ্দিন আহমেদের স্বরচিত পুস্তক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য উপাচার্য মহোদয়ের নিকট হস্তান্তর করেন। আলোচনা শেষে ভাষা আন্দোলনভিত্তিক কুইজ প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

উল্লেখ্য, আলোকচিত্র প্রদর্শনীটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। প্রদর্শনীটি ১৫ ফেব্রুয়ারি হতে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক ভবনের নিচতলায় সকলের জন্য উন্মুক্ত থাকবে।

সুব্রত মণ্ডল/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।