রোহিঙ্গাদের সুরক্ষায় জাপান-ইউএনএফপিএর ৩৭ মিলিয়ন ডলারের চুক্তি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:০০ এএম, ২৩ নভেম্বর ২০২২

নোয়াখালীর ভাসানচরে বসবাসরত রোহিঙ্গাদের সহায়তার জন্য জাতিসংঘ জনসংখ্যা উন্নয়ন তহবিলের (ইউএনএফপিএ) সঙ্গে ৩৭ মিলিয়ন ডলারের একটি বিনিময় চুক্তি স্বাক্ষর করেছে জাপান সরকার।

মঙ্গলবার (২২ নভেম্বর) ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ইউএনএফপিএ প্রতিনিধি ক্রিস্টিন ব্লুকুসের কাছে এ চুক্তি হস্তান্তর করেন। জাপান দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সহায়তার এ অর্থ যৌন ও প্রজনন স্বাস্থ্য পরিষেবাগুলোর বাড়ানো, লিঙ্গভিত্তিক সহিংসতা থেকে নারী-মেয়েদের মর্যাদা, নিরাপত্তা রক্ষা, কিশোর-যুবকদের ক্ষমতায়নের জন্য ব্যবহার করা হবে।

ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির সঙ্গে বিনিময় চুক্তি হস্তান্তরকালে ইউএনএফপিএ প্রতিনিধি ক্রিস্টিন ব্লুকুস বলেন, ‘জাপান সরকারের উদার সহায়তায়, ইউএনএফপিএ জীবনরক্ষাকারী এসআরএইচ এবং জিভিবি (জেন্ডার বেইজড ভায়োলেইন্স) পরিষেবাগুলো বাড়াতে নোয়াখালীর গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সুবিধাগুলোর মধ্যে সংযোগ জোরদার করতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে সক্ষম হয়েছে। ইউএনএফপিএ জাপান সরকারকে আস্থা প্রকাশের জন্য ধন্যবাদ জানায় এবং বিশেষ করে নারী-মেয়েদের স্বাস্থ্য ও সুরক্ষার ফলাফল উন্নত করতে নোয়াখালীর ভাসানচরজুড়ে তাদের উৎসাহব্যঞ্জক সম্পৃক্ততার জন্য।’

এসময় জাপান রাষ্ট্রদূত বলেন ‘আমি আনন্দিত যে জাপান কক্সবাজার-ভাসানচরে রোহিঙ্গাদের এবং ইউএনএফপিএর মাধ্যমে ‘স্বাগতিক সম্প্রদায়কে’ অতিরিক্ত সহায়তা দিতে পেরে। যদিও দীর্ঘায়িত রোহিঙ্গা সংকটের কারণে অনেক নারী-মেয়ে প্রজনন স্বাস্থ্য সমস্যা এবং জিবিভিতে ভুগছে। সেসব এলাকায় সহায়তা তুলনামূলকভাবে খুবই কম।’

ইতো নাওকি বলেন, ‘এ সংকটের টেকসই সমাধান একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দোপ্যাসিফিকের দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য সহায়ক হবে। জাপান রোহিঙ্গাদের প্রতিক্রিয়ায় বাংলাদেশের সরকার ও জনগণের পাশে দাঁড়াবে।’

এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।