চট্টগ্রামে আরও ৫৭ ডেঙ্গুরোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ২৩ নভেম্বর ২০২২
ফাইল ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৫৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন চার হাজার ২৮০ জন। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে অধিকাংশ শিশু ও বৃদ্ধ।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। বুধবার সকাল পর্যন্ত চলতি বছর চট্টগ্রামে চার হাজার ২৮০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চলতি মাসে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬০৪ জন। বর্তমানে চট্টগ্রামের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে সর্বশেষ ১১৯ জন চিকিৎসাধীন। আক্রান্তদের মধ্যে বেশিরভাগ নগরীতে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামে সেপ্টেম্বর মাসের শুরু থেকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছর এ পর্যন্ত চট্টগ্রামে ৩১ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে বেশিরভাগ শিশু ও বৃদ্ধ বলে জানান তিনি।

ইকবার হোসেন/আরএডি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।