রাজধানীতে ১৩ সিএনজি ও মোটরসাইকেলকে জরিমানা


প্রকাশিত: ১২:৩৪ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

অবৈধ কাগজ ও কাগজ ছাড়া সিএনজি এবং মোটরসাইকেল চালানোর অপরাধে চালকদের ১৩ জনের বিরুদ্ধে মামলা ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তাছাড়া সরকারি কাজে বাধা দেয়ায় এক সিএনজি চালককে ৩ মাসের জেল দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে মগবাজার চৌরাস্তায় ডিএমপির ভ্রাম্যমাণ আদালত থেকে তাদের এই জরিমানা ও জেল দেয়া হয়। এদিন দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

ঢাকা মহানগরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কুদ্দস জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৩টি মামলায় ১৬ হাজার ৭ শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই দায়ে কাসেম মাতুব্বর নামে এক সিএনজি চালককে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
 
এই অভিযানে ফুটপাতের উপর থেকে ৫০টির মত দোকানো উচ্ছেদ করা হয় বলে জানান আব্দুল কুদ্দুস।
 
এআর/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।