চট্টগ্রামে গ্রামের চেয়ে মহানগর এলাকায় পাসের হার বেশি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ২৮ নভেম্বর ২০২২

সারাদেশে একসঙ্গে ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষিত হয়েছে। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে ঘোষিত ফলাফলে পাসের হার ৮৭.৫৩ শতাংশ। ঘোষিত ফলাফলে গ্রামের চেয়ে মহানগর এলাকার বেশি শিক্ষার্থী পাস করেছে। আবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে চট্টগ্রামসহ ৫ জেলার মধ্যে চট্টগ্রামে বেশি পাস করেছে। অন্যদিকে তিন বিভাগের মধ্যে সবচেয়ে বেশি পাস করেছে বিজ্ঞানে।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এসব তথ্য জানান।

ঘোষিত পরীক্ষার ফলাফলে দেখা গেছে, চলতি বছর ২১৩টি কেন্দ্রে ১ হাজার ৯২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ৪৮ হাজার ৫৪০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৩০ হাজার ১৩ জন।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ৫ জেলার মধ্যে চট্টগ্রামে পাস করেছে ৮৯.১১ শতাংশ, এর মধ্যে চট্টগ্রাম মহানগরে পাস করেছে ৯৪.২১ শতাংশ।

অন্যদিকে কক্সবাজার জেলায় পাসের হার ৮৮.৪৫, পার্বত্য জেলা রাঙ্গামাটিতে ৮১.৬০, খাগড়াছড়িতে ৭৫.৮৭ এবং বান্দরবানে পাসের হার ৭৮.৩৬।

ঘোষিত ফলাফলে লক্ষ্য করা গেছে, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে বিজ্ঞানে বেশি শিক্ষার্থী পাস করেছে। বিজ্ঞানে পাসের হার ৯৬.৮১, মানবিকে ৭৮.৮২ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেছে ৯১.৩০ শতাংশ।

ইকবাল হোসেন/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।