বগুড়ায় প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ

ফাইল ছবি
যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (পিটি-৬) বগুড়ার এরুলিয়া বিমানবন্দর সংলগ্ন এলাকায় জরুরি অবতরণ করেছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে বগুড়ার এরুলিয়া বিমানবন্দর সংলগ্ন এলাকায় জরুরি অবতরণ করেছে। বিমানটির বৈমানিকরা নিরাপদ ও সুস্থ আছেন।
টিটি/বিএ/এএসএম