নড়াইলে মেয়র-কাউন্সিলরদের ক্ষমতা হস্তান্তর
নড়াইল পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপরে নড়াইল পৌরসভার মেয়রের সভাকক্ষে এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাসের হাতে পৌরসভার ক্ষমতা হস্তান্তর করেন।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রায়হান কায়ছার।
এসময় পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। নড়াইল পৌরসভা এই অনুষ্ঠানের আয়োজন করে।
হাফিজুল নিলু/এফএ/এমএএস/আরআইপি