লাইসেন্স ছাড়া অর্গানিক বলে পণ্য বিক্রি করায় মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১২ পিএম, ০১ ডিসেম্বর ২০২২
বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত

দোকানের নাম অর্গানিক ঘর লিমিটেড। বিক্রি হয় মসলা, সরিষার তেল, ঘি, মধু, ছাতু, খেজুরের গুড়সহ কয়েক ধরনের আমদানি জ্যাম ও তেল। কিন্তু নেই বিএসটিআইয়ের কোনো বৈধ সনদ। এমনকি নেই আমদানি পণ্যের প্রয়োজনীয় তথ্য। এসব অভিযোগে অর্গানিক ঘর লিমিটেডের নামে দুটি মামলা করেছে বিএসটিআই।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ঢাকা মহানগরীর বনশ্রী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, বিএসটিআই আইন ২০১৮ অনুসারে বৈধ সিএম গ্রহণ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ বাধ্যতামূলক। এটি না করে মানচিহ্ন ব্যবহার ও অধিকাংশ মোড়কে প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করে আমদানি করা পণ্য বিক্রি এবং বাজারজাতের অপরাধে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

পাশাপাশি প্রতিষ্ঠানটির কাছ থেকে এক মাসের মধ্যে বিএসটিআই হতে প্রয়োজনীয় লাইসেন্স/সনদ গ্রহণের অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।

এনএইচ/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।