বেড়ানোর নামে গাঁজা বিক্রি করতেন স্বামী-স্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৫ পিএম, ০২ ডিসেম্বর ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে ট্রাভেল ব্যাগে করে ১০ কেজি গাঁজা নিয়ে আসার পথে মো. শামীম (৩৫) ও বিলকিস আক্তার রিয়া (৩২) নামে দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আটকরা সম্পর্কে স্বামী-স্ত্রী। তারা বেড়ানোর নামে ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা এনে কারওয়ান বাজারে সরবরাহ করতেন।

শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা কসবা থানার চারুয়া মন্দবাগ বাজার এলাকার বাসিন্দা।

জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসি ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়ের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. শামীম ও বিলকিস আক্তার রিয়াকে আটক করা হয়। তাদের সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ১০কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটকরা জিজ্ঞাসাবাদের জানান- তারা দুজন স্বামী-স্ত্রী। প্রায় বছরখানেক ধরে বেড়ানোর নামে ব্রাহ্মণবাড়িয়া থেকে কারওয়ান বাজারে গাঁজা সরবরাহ করে আসছেন তারা।

তাদের বিরুদ্ধে ডেমরা থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান বলে জানান ডিএনসির এই কর্মকর্তা।

টিটি/আরএডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।