সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
সাতক্ষীরার বুধহাটা এলাকা থেকে খুলনার পাইকগাছা এলাকায় বরযাত্রী যাওয়ার সময় সাতক্ষীরা-খুলনা মহাসড়কের মির্জাপুর নামকস্থানে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
বুধবার সন্ধ্যা ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের পাটকেলঘাটাসহ পার্শ্ববর্তী বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন মোটরসাইকেল চালক সাতক্ষীরা সদরের কুখরালি গ্রামের নজরুল ইসলামের ছেলে নাহিদ ইসলাম (২৫) ও বাসযাত্রী তৌহিদ ইসলাম। নিহত আরেক জনের নাম পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী গিয়াসউদ্দীন জানান, ঘটনাস্থলে বাসটি পৌঁছালে সাতক্ষীরার দিকে যাওয়া একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেলে থাকা দুইজনের মধ্যে একজন ও বরযাত্রীর বাসের ছাদে থাকা একজন ঘটনাস্থলে নিহত হয়। অপরজনের মৃত্যু হয় হাসপাতালে।
পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, নিহতদের লাশ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। আহতরা বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি রয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে।
এমএএস/এবিএস