থানায় জিডি করতে এসে মৃত্যু


প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীর কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে হুমায়ুন কবির (৫৮) নামে এক ব্যক্তি মারা গেছেন। বুধবার সন্ধ্যা পৌনে ৭টায় এ ঘটনা ঘটে।

থানার কর্তব্যরত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, সন্ধ্যায় হুমায়ুন কবির তার বোনকে সঙ্গে নিয়ে তার বাড়িওয়ালার বিরুদ্ধে থানায় জিডি করতে আসেন। এসময় সোফায় বসা থাকাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

পরে তাকে দ্রুত মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরাও জানিয়েছেন, হুমায়ুন কবির হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

তবে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মো. শামীম হোসেন জানান, কবির সাহেব থানাতেই আসেননি। বাইরে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হন।

এ ব্যাপারে পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. জাকির হোসেন জানান, বাড়িওয়ালার সঙ্গে লেনদেন সংক্রান্ত ঝামেলার কারণে হুমায়ুন কবির থানায় জিডি করতে আসেন। এসময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত হুমায়ুন কবির কেন থানায় জিডি করতে চেয়েছিলেন তা খতিয়ে ব্যবস্থা নেবে পুলিশ বলে জানান তিনি।

জেইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।