কেরানীগঞ্জে ১২ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ০৪ ডিসেম্বর ২০২২

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে ১২ হাজার ২৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। এসময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ এক লাখ ৮৭ হাজার ৭৭৭ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলেন- মো. ইমরান মিয়া (২৫) ও নুর মোহাম্মদ (৩০)।

রোববার (৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১০ এ তথ্য জানায়।

jagonews24

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৩ ডিসেম্বর) র‍্যাব-১০ এর একটি দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা এলাকায় অভিযান চালায়। অভিযানে আনুমানিক ৩৬ লাখ ৭২ হাজার টাকা মূল্যের ১২ হাজার ২৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতাররা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দক্ষিণ কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে বলেও জানায় র‍্যাব-১০।

আরএসএম/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।