ঝিনাইদহে পুলিশ-অপহরণকারী বন্দুকযুদ্ধ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হরিহরা ইটভাটা এলাকায় পুলিশের সঙ্গে অপহরণকারীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় আশরাফুল ইসলাম বিশ্বাস (৩৫) নামে এক অপহরণকারী গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহের মহেশপুর থেকে অপহরণের ৮ দিন পর আরিফুল ইসলাম (২৪) নামের এক কলেজছাত্রকে শৈলকুপা থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহৃত আরিফুল ইসলাম মহেশপুর উপজেলার লেবুতলা গ্রামের আসাদুল ইসলামের ছেলে।
শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, গত বুধবার আরিফুল ইসলামকে অপহরণ করা হয়। তারপর থেকে অপহরণকারীরা আড়াই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। এরপর অপহৃতের পরিবার শৈলকুপা থানা পুলিশকে জানায়। পরে পুলিশ মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে অপহরণকারীদের অবস্থান জানতে পেরে ওই স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক অপহরণকারী আশরাফুলকে থানায় নিয়ে আসার সময় হরিহরা ইটভাটা এলাকায় আগে থেকে ওৎ পেতে থাকে অপহরণরীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের গুলি বিনিময়ের সময় আশরাফুল ইসলাম গুলিবিদ্ধ হয়। পরে সেথান থেকে আহত আশরাফুলকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে হয়েছে।
এসএস/আরআইপি