বাড্ডায় পুলিশের ওপর জঙ্গি হামলা : ইন্সপেক্টর আহত


প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীর বাড্ডায় জঙ্গিদের হামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ বিভাগের ইন্সপেক্টর বাহউদ্দিন ফারুকী (৪৫) গুরুতর আহত হয়েছেন। শুক্রাবার সোয়া ৮টার দিকে বাড্ডার সাতারকুলে এ ঘটনা ঘটে।

আহত বাহাউদ্দিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। জঙ্গিদের ছুরিকাঘাতে মাথায় জখম বাহাউদ্দিনকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান।

তিনি জাগো নিউজকে জানান, শুক্রবার এক জঙ্গিকে আটক করে ডিবি দক্ষিণের একটি দল। পরে তাকে নিয়ে অভিযানে বের হয় ডিবির ওই দল। দলটি বাড্ডার সাতারকুলে পাঁচকোণা এলাকায় পৌঁছলে আগে থেকেই ওঁত পেতে থাকা ওই জঙ্গির সহযোগীরা ডিবির ওই সদস্যদের লক্ষ্য করে হামলা ও গুলি চালায়। এসময় জঙ্গিদের ছুরিকাঘাতে বাহাউদ্দিনের মাথা গুরুতর জখম হয়। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে ভর্তি করা হয়।   

এআর/একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।