বৃক্ষ সংরক্ষণ ও চা আইন অনুমোদন


প্রকাশিত: ০৮:৪৪ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৬
ফাইল ছবি

বৃক্ষ সংরক্ষণ আইন ২০১৬’ এর খসড়ার নীতিগত ও চা আইন ২০১৬’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।  বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এই তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, চা আইনে একটি অধ্যাদেশের বাংলায় অনুবাদ করে চা নিলাম, বীজ রফতানি, নিবন্ধিত কারখানা ছাড়া চা প্রস্তুতকরণ ইত্যাদি বিষয়ে কিছু দন্ডের বিধান রাখা হয়েছে। আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ দুই বছরের জেল অথবা ৫০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

তিনি  আরো বলেন, ‘নতুন আইনে কিছু সংজ্ঞা যোগ করা ছাড়াও কিছু সংজ্ঞা স্পষ্ট করা হয়েছে।’

জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।