বনানীতে বাসচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত
প্রতীকী ছবি
রাজধানীর বনানীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বনানী কবরস্থানের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী রাজধানীর আশা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম ও পরিচয় জানা যায়নি।
ট্রাফিক পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) নুসরাত জানান মুক্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশের রিকুইজেশন করা একটি বাসের ধাক্কায় ওই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তবে তার পূর্ণ নাম ও পরিচয় পাওয়া যায়নি।
এআর/একে/আরআইপি