বিমানবন্দরে ব্যাগ হারানো বিচ্ছিন্ন ঘটনা : সংসদে মেনন
বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতিদিন প্রায় ১৫ থেকে ২০ হাজার যাত্রীর ২৫ হাজার থেকে ৩০ হাজার ব্যাগ ও লাগেজ বহন করা হয়। এই বিশাল কর্মকাণ্ডে মাঝে মধ্যে দুই-একটি ব্যাগ বা লাগেজ হারানোর ঘটনা বিচ্ছিন্ন ঘটনা। তবে বিষয়টি অবশ্যই কাম্য নয়।
সোমবার জাতীয় সংসদে মাহজাবিন খালেদের (মহিলা আসন-১৮) প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের বিদ্যমান বিমানবন্দরসমূহের লাগেজ হ্যান্ডিলিং তথা গ্রাউন্ড হ্যান্ডলিং এর বিষয়টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লি. এর কার্যক্রমের আওতাভুক্ত।
মন্ত্রী বলেন, বিমানবন্দর কর্তৃপক্ষ এ জাতীয় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করার জন্য বিভিন্নভাবে ব্যবস্থা নিয়েছে। যাত্রীদের ব্যাগ থেকে শুরু করে মালামাল নিরাপত্তা নিশ্চিত করার জন্য কর্মরত বিমান, পুলিশ, এপিবিএন, আনসার, বেবিচকের নিরাপত্তাকর্মীসহ সকল সংস্থার সমন্বয়ে নিয়মিত মাসিক সভা করা হয় বলে জানান মন্ত্রী। পাশাপাশি যাত্রীদের অভিযোগের ভিত্তিতেও বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়ে থাকে বলে জানান তিনি।
বিমানমন্ত্রী জানান, যাত্রীদের বিমানবন্দরে নামার পর কনভেয়ার বেল্ট হতে লাগেজ সংগ্রহ করতে হয়। হযরত শাহজালাল বিমানবন্দরে আগমনী যাত্রীদের লাগেজ প্রাপ্তির সুবিধার্থে ৮টি কনভেয়ার বেল্ট রয়েছে। অন্যান্য আন্তর্জাতিক বিমানবন্দরেও যাত্রীদের লাগেজ প্রাপ্তির জন্য প্রয়োজনমত কনভেয়ার বেল্ট রয়েছে বলে জানান তিনি।
এইচএস/এসএইচএস/এবিএস