মানিকগঞ্জে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন


প্রকাশিত: ০৯:৫৯ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

মানিকগঞ্জে ধর্ষণ মামলায় অখিল চন্দ্র রাজবংশী নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাছিনা রৌশন জাহান এ রায় ঘোষণা করেন। আসামি পলাতক থাকায় তার অনুপস্থিতে এ রায় প্রদান করা হয়।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, দৌলতপুর উপজেলায় ২০০৮ সালের ১৪ জুন রাতে বাদিকে অখিল চন্দ্র রাজবংশী জোরপূর্বক ধর্ষণ করে। এরপর ১০ জন সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে দুপুরে বিষয়টি সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি একেএম নূরুল হুদা রুবেল। আর আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাড. আব্দুল আলিম খান (মনোয়ার)।

বি.এম খোরশেদ/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।