লালমোহনে পেট্রলবোমাসহ ৩৫ জন আটক
ফাইল ছবি
ভোলার লালমোহন উপজেলার নাঙ্গলখালী এলাকায় নয়নভীরা এলাকায় গোপন বৈঠক চলাকালে জিহাদী বই, পেট্রলবোমাসহ জামায়াত-শিবিরের ৩৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত ৭টি পেট্রলবোমা পুলিশ নিষ্ক্রিয় করেছে।
মঙ্গলবার সকাল ১০টায় পৌর এলাকার ৫ নং ওয়ার্ড থেকে পুলিশ তাদের আটক করে।
সহকারী পুলিশ সুপার লালমোহন সার্কেল মো. রফিকুল ইসলাম জানান, পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডে লাঙ্গলখালী এলাকার মাওলানা নুরুল্লাহ’র বাড়ির পেছনে একটি ঘরে বিভিন্ন বয়সের ৩৫ জামায়াত-শিবির কর্মী গোপন বৈঠক করছিলেন। বিষয়টি টের পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এদের মধ্যে জামায়েত এর জেলা আমীর মোস্তফা কামাল, উপজেলা শিবিরের সভাপতি আব্দুলা আল মামুন রয়েছে।
অমিতাভ অপু/এমএএস/আরআইপি