মানিকগঞ্জে সেনাবাহিনীর গাড়ি খাদে, আহত ৭
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি এলাকায় সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় সেনাবাহিনীর ৭ সদস্য আহত হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায় নি। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম জাগো নিউজকে জানান, যশোর ক্যান্টনমেন্ট যাওয়ার পথে বেলা সাড়ে ১১টার দিকে সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি এলাকায় পৌঁছালে সেনাবাহিনীর ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় সেনাবাহিনীর ৭ সদস্য আহত হয়। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বি.এম খোরশেদ/এসএস/পিআর