ফাল্গুনের বৃষ্টিতে দুর্ভোগে নগরবাসী


প্রকাশিত: ০২:২২ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

ভরা ফাল্গুনের আকাশে কালো মেঘ, পরে ঝড়ো হাওয়া ও শিলা বৃষ্টি। বুধবার বিকেলে আবারও বৃষ্টি। আর দু দফা বৃষ্টির কারণে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় রাস্তা, ফুটপাত ও নিচু এলাকায় বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। অনেক স্থানে লক্ষ্যকরা গেছে দীর্ঘ যানজট। এতে চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী।

রাজধানীর ব্যাংক পাড়া মতিঝিল, পল্টন, দৈনিক বাংলা, কমলাপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র।

বিকেলে রাজধানীর বেশিরভাগ এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে পথচারী, ফুটপাতের ব্যবসায়ী ও যানবাহনের আরোহীরা। রাস্তায় পানি জমায় অফিস থেকে গাড়িতে উঠার সময় অনেকে পড়ছেন বিলম্ভনায়। ফুটপাতে পানি জমে যাওয়ায় জুতা খুলে কাপড় গুছিয়ে হাটতে দেখা গেছে পথচারীদের। আবার অনেকে রিকশায় চড়ে পাড় হচ্ছেন রাস্তা।

falgun
দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পড়ে নগরবাসী।

মতিঝিলের বেশিরভাগ সড়কে জমে থাকা পানির কারণে চরম দুর্ভোগে পরে অফিস থেকে বাড়িফেরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বৃষ্টিতে ঘণ্টার পর ঘণ্টা সড়কে দাঁড়িয়ে থেকেও গাড়ি পাচ্ছেন না লোকজন। আর যেখানে পানি জমে আছে সেখানে রিকশা ছাড়া অন্য কোনো পরিবহন নেই। আর এ সুযোগে দ্বিগুণ ভাড়া হাকছেন রিকশাচলকরা। ৫ থেকে ১০ টাকা নিয়ে রাস্তা পাড় করছেন তারা।

falgun
জলাবদ্ধতার কারণে ক্ষোভ :
জাকির হোসেন নামে এক পথচারী জাগো নিউজকে বলেন, অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থার কারণে দ্রুত পানি নামছে না। অল্প বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। সামনে বর্ষকাল তখন কি অবস্থা হবে?

তিনি বলেন, ‘সামান্য বৃষ্টিতে নগরীর বিভিন্ন জায়গায় পানি উঠে যায়। আর দুর্ভোগে পরি আমরা। মেয়রদের প্রতি আমাদের আবেদন শিগগিরই এমন কোনো উদ্যোগ গ্রহণ করা হোক যাতে জলাবদ্ধতার কষ্ট থেকে নগরবাসী মুক্তি পায়।

এসআই/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।