চট্টগ্রাম বন্দরে ৭২ কন্টেইনার আটক


প্রকাশিত: ০২:৩২ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

চট্টগ্রাম বন্দরে ডকুমেন্ট জালিয়াতি করে পিভিসি রেজিন পণ্য আমদানি করার অভিযোগে ৭২ কন্টেইনার আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। এসব কন্টেইনারে ৪৫ হাজার মেট্রিক টন পণ্য রয়েছে বলে জানা গেছে। বুধবার এই কন্টেইনার আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপপরিচালক মো. জাকির হোসেন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, এসব কন্টেইনার বন্দরের বিভিন্ন ইয়ার্ডে রয়েছে।

জাকির হোসেন জানান, ঢাকার গাজীপুর টঙ্গি এলাকার আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স গ্যালাক্সি স্যুয়েটার অ্যান্ড ইয়ার ডায়িং লিমিটেড এসব পণ্য আমদানি করে। কিন্তু প্রতিষ্ঠানটিতে পিভিসি রেজিন আমদানির অনুমতি নেই।
 
তিনি বলেন, প্রতিষ্ঠানটির উৎপাদন ক্ষমতা ৯ হাজার ৬৩৭ মেট্রিক টন হলেও তাদের ওয়্যায়র হাউসে ৪৫ হাজার মেট্রিক টন পাওয়া গেছে। যা ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি।

জীবন মুছা/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।