বাঁশখালীতে হাতির আক্রমণে কৃষক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চট্টগ্রাম
প্রকাশিত: ০১:৪৯ এএম, ২৫ জানুয়ারি ২০২৩
ফাইল ছবি

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে নুরুল ইসলাম (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ছোট বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নুরুল ইসলাম চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ৬ নম্বর ওয়ার্ডের মৃত দুদু মিয়ার ছেলে। বাঁশখালীর জলদী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, পূর্ব চাম্বল এলাকার একটি পাহাড়ি ঢালু জমিতে কাজ করছিলেন ‍নুরুল ইসলাম। এ সময় বন্যহাতি আক্রমণ করে তার ওপর। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে আমরা মরদেহ উদ্ধার করেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী বলেন, পূর্ব চাম্বলে হাতির আক্রমণে একজন কৃষক মারা গেছেন। মরদেহ দাফনের জন্য প্রাথমিক পর্যায়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে সবধরনের সহযোগিতা দেওয়া হয়েছে।

ইকবাল হোসেন/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।