পিস্তল প্রদর্শন করে হুমকি, আ.লীগ নেতা আটক


প্রকাশিত: ০৭:২৫ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদফতর কার্যালয়ে দরপত্রের লটারি চলাকালে পিস্তল প্রদর্শন করায় ঝালকাঠি জেলার এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। বৃহস্পতিবার সকালে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদফতর থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া মো. আলম ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। বৃহস্পতিবার রাত ১০টার দিকে র‌্যাব কর্মকর্তরা জানান, আলমকে জিজ্ঞাসাবাদ চলছে এবং তার প্রদর্শিত অস্ত্রের লাইসেন্সের বিষয়ে সংশ্লিষ্ট দফতরে প্রতিবেদন চাওয়া হয়েছে।

প্রতক্ষদর্শীরা জানান, শিক্ষা প্রকৌশল অধিদফতর কার্যালয়ে উন্নয়ন কাজের দরপত্রের লটারি চলাকালে দু’দল ঠিকাদারের মধ্যে হাতাহাতি ও ঝগড়া হয়। এ সময় আলম নামে এক ঠিকাদার আগ্নেয়াস্ত্র প্রদর্শন করলে র‌্যাব তাকে আটক করে।

শিক্ষা প্রকৌশল অধিদফতর সূত্রে জানা গেছে, ২৮টি গ্রুপে ১০ কোটি টাকার উন্নয়ন কাজের দরপত্রের লটারি বৃহপতিবার অনুষ্ঠিত হয়। লটারি চলাকালে এক পর্যায়ে বরিশাল নগরীর ১৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন ঝালকাঠির আওয়ামী লীগ নেতা আলমের গলাচেপে ধরেন। এসময় আলম তার লাইসেন্সকৃত পিস্তল বের করে সুমনকে গুলি করার হুমকি দেন। এনিয়ে সেখানে দু`পক্ষের মারমুখি পরিস্থিতি সৃষ্টি হলে র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে যায় এবং আলমকে আটক করে।

শিক্ষা প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী কামরুল ইসলাম জানান, প্রথমে ঝামেলা হলেও পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াসমিন এবং র‌্যাব ও পুলিশের উপস্থিতিতে সুষ্ঠুভাবে ১০ কোটি টাকার উন্নয়ন কাজের দরপত্র সম্পন্ন হয়েছে।

র‌্যাব-৮ এর সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও ব্যবহার করে হুমকির বিষয়টি আইন লঙ্ঘন করেছে কিনা তা জানতে সংশ্লিষ্ট দফতরের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে।

সাইফ আমীন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।