১২৫ কোটি মানুষের পরীক্ষার মুখোমুখি মোদি


প্রকাশিত: ০৭:৫২ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

আগামী অর্থ বছরের বাজেট ঘোষণার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দেশের ১২৫ কোটি মানুষের পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছেন তিনি। `মান কি বাত` নামে এক রেডিও অনুষ্ঠানে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মোদি এ মন্তব্য করেন।  

সোমবার ভারতের আগামী অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে। এ বিষয়ে তিনি বলেন, আগামীকাল (সোমবার) আমার পরীক্ষা আছে। পার্লামেন্টে বাজেট ঘোষণা নিয়ে দেশের ১২৫ কোটি মানুষ আমার পরীক্ষা নিতে যাচ্ছেন।

ওই রেডিও অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচিন টেন্ডুলকার ও দাবায় চ্যাম্পিয়ন বিশ্বনাথান আনন্দ উপস্থিত ছিলেন। সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আসন্ন পরীক্ষার জন্য শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরীক্ষার নিয়ে বিভিন্ন ধরনের পরামর্শ দেন তারা।

শচিন টেন্ডুলকার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ইতিবাচক চিন্তা করবে; তবেই ইতিবাচক ফল পাবে। এছাড়া লক্ষ্য নির্ধারণ করে তা অর্জনের চেষ্টা করতে হবে।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।