ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন কমিশন অসহায় : বিএনপি
ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন কমিশন অসহায় বলে দাবি করেছে জেলা বিএনপি। রোববার দুপুরে পৌরসভা নির্বাচন উপলক্ষে শহরের মৌড়াইলস্থ জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লার বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।
পৌর নির্বাচনে পুলিশি হয়রানি অভিযোগ বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহান মোল্লা কচি বলেন, সরকার দলীয় প্রার্থী নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন করছে, কিন্তু বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা করলেই তাদের নেতাকর্মীদের গ্রেফতার করছে পুলিশ।
তিনি বলেন, বিএনপির ত্যাগী ও দায়িত্বশীল নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার করে জনমনে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে সরকার দলীয় প্রার্থীর পক্ষে একতরফা সুযোগ সৃষ্টি করা হচ্ছে।
তিনি আরো বলেন, দেশে আজ গণতন্ত্রের বিন্দুমাত্র অস্তিত্ব নেই। মানুষের জান-মালের নিরাপত্তা নেই। শাসক দলের অত্যাচারের মাত্রা অতীতের সকল রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
এসময় তিনি অভিযোগ করে বলেন, প্রথম দফায় অনুষ্ঠিত ২৩৪টি পৌরসভায় একতরফা ও সাজানো নির্বাচন করে তথাকথিত বিজয়ের নাটক মঞ্চস্থ করা হয়েছে। একই কায়দায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনেও অনুরূপ একটি ভূমিকায় ও একদলীয় নির্বাচন কারার জন্য বর্তমান শাসক দল সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি যুগ্ম-সাধারণ সম্পাদক আনিছুর রহমান মঞ্জু ও সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ জেলা বিএনপির ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আজিজুল আলম সঞ্চয়/এআরএ/পিআর