ঝালকাঠিতে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী ১২৩ জন
ঝালকাঠিতে আসন্ন ২২ মার্চ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল ও বাছাই সম্পন্ন হয়েছে। সামনে আছে প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের কার্যক্রম। নির্বাচনে দলীয় মনোনয়নে আ.লীগ থেকে ২৬ জন, বিএনপি থেকে ২৬ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ১৪ জন, জাতীয় পার্টি (জাপা) থেকে ২ জন, জাতীয় পার্টি (জেপি) থেকে ১ জনসহ অন্যান্য দলের মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮০ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৪৩ জন।
নির্বাচনী তফসিল অনুযায়ী ২২ ফেব্রুয়ারি ঝালকাঠি জেলায় মনোনয়নপত্র জমা দেন ১৩৩ জন। বাছাই পর্বে ১০ জন চেয়ারম্যান প্রার্থী ত্রুটিপূর্ণ মনোনয়নপত্র জমা দেয়ায় তাদের প্রার্থিতা বাতিল করেছেন কর্তৃপক্ষ। এদের মধ্যে নলছিটিতে বিএনপিপন্থী চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেয় আওয়ামী লীগ মনোনীত প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর নেতাকর্মী। বাধা উপেক্ষা করে মনোনয়নপত্র জমা দিলেও ৬ জনের প্রার্থিতা কৌশলে বাতিল করিয়েছে বলে অভিযোগ করেছে জেলা বিএনপি।
নির্বাচনে আ.লীগের মনোনয়ন প্রাপ্ত প্রার্থীরা হলেন- ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নে মো. গোলাম মাওলা শেরওয়ানী, বিনয়কাঠি ইউনিয়নে মো. সাইফুল ইসলাম খান, নবগ্রাম ইউনিয়নে মজিবুল হক আকন্দ, কেওড়া ইউনিয়নে মোয়াজ্জেম হোসেন টিপু, কির্ত্তীপাশা ইউনিয়নে মো. আব্দুস শুক্কুর মোল্লা, বাসন্ডা ইউনিয়নে মোবারেক হোসেন মল্লিক, গাবখান ধানসিঁড়ি ইউনিয়নে মো. শহিদুল ইসলাম, শেখেরহাট ইউনিয়নে নুরুল আমীন খান সুরুজ, নথুল্লাবাদ ইউনিয়নে রেজাউল কবীর।
নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নে নাসির উদ্দিন, মগড় ইউনিয়নে মো. শাহীন হাওলাদার, কুলকাঠি ইউনিয়নে আক্তারুজ্জামান হাওলাদার, রানাপাশা ইউনিয়নে মাসুদুর রহমান সালাম, সুবিদপুর ইউনিয়নে মো. আ. মান্নান সিকদার, কুশঙ্গল ইউনিয়নে মো. আলমগীর হোসেন, সিদ্ধকাঠি ইউনিয়নে জেসমিন আক্তার, দপদপিয়া ইউনিয়নে সোহরাব হোসেন বাবুল, নাচনমহল ইউনিয়নে মো. সিদ্দিকুর রহমান, মোল্লারহাট ইউনিয়নে মো. কবির হোসেন হাওলাদার। এর মধ্যে কুলকাঠি, রানাপাশা, নাচনমহল ও মোল্লারহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগ মনোনীত প্রার্থীদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই।
রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নে মো. সিদ্দিকুর রহমান, শুক্তাগড় ইউনিয়নে মো. মজিবুল হক মৃধা, রাজাপুর সদর ইউনিয়নে মো. আনোয়ার হোসেন মৃধা মজিবর, গালুয়া ইউনিয়নে মো. মজিবুল হক কামাল, বড়ইয়া ইউনিয়নে মো. শাহআলম মিয়া, মঠবাড়ি ইউনিয়নে মোস্তফা কামাল সিকদার।
কাঠালিয়া উপজেলার চেচরিরামপুর ইউনিয়নে মো. জাকির হোসেন, পাটিখালঘাটা ইউনিয়নে শিশির দাস, আমুয়া ইউনিয়নে মো. আমিরুল ইসলাম, কাঠালিয়া সদর ইউনিয়নে মো. গোলাম কিবরিয়া সিকদার, শৌলজালিয়া ইউনিয়নে মাহমুদ হোসেন রিপন, আওরাবুনিয়া ইউনিয়নে মো. জাহাঙ্গির হোসেন।
অপরদিকে বিএনপি মনোনীত প্রার্থীরা হলেন, ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নে সৈয়দ হুমায়ুন কবীর, বিনয়কাঠি ইউনিয়নে টিএম সেলিম, নবগ্রাম ইউনিয়নে আনিসুর রহমান পান্নু, কেওড়া ইউনিয়নে এমএ মান্নান লাভু, কির্ত্তীপাশা ইউনিয়নে রাজা নাজমুল ইসলাম, বাসন্ডা ইউনিয়নে মো. ইউনুস আলী খান, গাবখান ধানসিঁড়ি ইউনিয়নে এসএম জহির উদ্দিন কবীর, শেখেরহাট ইউনিয়নে গাজী মো. সাইদুর রহমান বাচ্চু, নথুল্লাবাদ ইউনিয়নে মো. শাহ আলম মোল্লা।
নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নে মো. আবুল বাশার চৌধুরী, মগড় ইউনিয়নে কাজী আমিনুল ইসলাম, কুলকাঠি ইউনিয়নে নাসির উদ্দিন আহমেদ, রানাপাশা ইউনিয়নে আব্দুর রশিদ মিয়া, সুবিদপুর ইউনিয়নে মো. নজরুল ইসলাম তালুকদার শাহিন, কুশঙ্গল ইউনিয়নে মোহাম্মদ আমিনুল ইসলাম, সিদ্ধকাঠি ইউনিয়নে এমএম হাবিবুর রহমান, দপদপিয়া ইউনিয়নে মো. নাসির উদ্দিন সিকদার, নাচনমহল ইউনিয়নে মো. মহসিন ইমাম সিকদার, মোল্লারহাট ইউনিয়নে মো. আব্দুস সালাম। এর মধ্যে কুলকাঠি, রানাপাশা, নাচনমহল ও মোল্লারহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি মনোনীত প্রার্থীদের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নে হাবিবুর রহমান কাজী, শুক্তাগড় ইউনিয়নে তালুকদার আবুল কালাম আজাদ, রাজাপুর সদর ইউনিয়নে জিএম কামরুল আলম সগীর, গালুয়া ইউনিয়নে মো. ওয়ালিয়েল হাসানাত হাফিজ, বড়ইয়া ইউনিয়নে রফিকুল ইসলাম, মঠবাড়ি ইউনিয়নে মো. সাইদুল ইসলাম খান।
কাঠালিয়া উপজেলার চেচরিরামপুর ইউনিয়নে মো. আলী হায়দার মিয়া, পাটিখালঘাটা ইউনিয়নে মো. ইউসুফ আলী, আমুয়া ইউনিয়নে মো. আক্তার হোসেন নিজাম মীরবহর, কাঠালিয়া সদর ইউনিয়নে মো. নাসির উদ্দিন মুন্সি, শৌলজালিয়া ইউনিয়নে মো. জিয়াউল হোসেন, আওরাবুনিয়া ইউনিয়নে মো. নুরুল ইসলাম তালুকদার।
এছাড়াও ঝালকাঠি জেলার ৩১টি ইউনিয়নের ১৪টিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। এদের মধ্যে রয়েছেন ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নে আপেল মাহমুদ, কির্ত্তীপাশা ইউনিয়নে হুমায়ুন কবীর, নথুল্লাবাদ ইউনিয়নে শমসের আলী।
নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নে এছন মো. কামাল হোসেন, মগড় ইউনিয়নে হুমায়ুন কবীর, দপদপিয়া ইউনিয়নে মো. জাকির হোসেন, কুশঙ্গল ইউনিয়নে মাওলানা মো. কাওছার উল্লাহ, সুবিদপুর ইউনিয়নে হাফেজ মো. নুরুজ্জামান।
রাজাপুর উপজেলার সদর ইউনিয়নে মাওলানা মো. আল আমিন, মঠবাড়ি ইউনিয়নে ক্বারী মো. আব্দুল আউয়াল, বড়ইয়া ইউনিয়নে মাওলানা মো. জয়নুল আবেদীন।
কাঠালিয়া উপজেলার চেচরীরামপুর ইউনিয়নে মাইনুল ইসলাম মনির, আমুয়া ইউনিয়নে মো. আমির গাজী, আওরাবুনিয়া ইউনিয়নে মাস্টার মো. আবু হানিফ।
জাতীয় পার্টির (জাপা এরশাদ) মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা হলেন- ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নে মোহাম্মদ আলী ও নথুল্লাবাদ ইউনিয়নে সোলায়মান হোসেন।
এছাড়াও জাতীয় পার্টি (জেপি মঞ্জু) মনোনীত প্রার্থী হিসেবে রয়েছেন রাজাপুর সদর ইউনিয়নে নাসির উদ্দিন তালুকদার জুয়েল।
উল্লেখ্য, জেলার ৩১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়া এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছে বর্তমানে ১২৩ জন। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন ১২ জন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। জেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৫৮৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৭ হাজার ৬০৯ জন এবং নারী ভোটার রয়েছে ১ লাখ ৮৮ হাজার ৯৭৭ জন। ২৮০টি ভোট কেন্দ্রে ১ হাজার ৩৫টি ভোট কেন্দ্র থাকবে।
আতিকুর রহমান/এফএ/এসএস/আরআইপি