দেহ ব্যবসার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বিদেশে পাচার করে এক নারীকে দিয়ে দেহ ব্যবসা করানোর অভিযোগে বৃদ্ধ মো. আবুল হোসেনকে (৭৭) গ্রেফতার করেছে পুলিশ। ঢাকার বংশাল থেকে রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবুল হোসেন খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মো. আবছার উদ্দিনের ছেলে।
সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সদর উপজেলার সুলতানপুরের এক নারীকে ওমানে পাচার করে একটি চক্র দেহ ব্যবসা করার অভিযোগ এনে গত ১০ জানুয়ারি থানায় মামলা দায়ের করা হয়।
এ মামলায় আসামি আবুল হোসেনকে ঢাকা থেকে রোববার রাতে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
আজিজুল আলম সঞ্চয়/এআরএ/আরআইপি