বগুড়ায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ


প্রকাশিত: ১২:১৭ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

বগুড়ায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করেছে রেলপথ বিভাগ। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত রেলস্টেশন এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সহায়তায় উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় এস্টেট অফিসার অহিদুন্নবী, রেলওয়ে নিরাপত্তা কমান্ড্যান্ট জহিরুল ইসলামসহ বিভাগীয় কর্মকর্তাবৃন্দ।

বগুড়া রেল বিভাগ জানায়, দীর্ঘদিন ধরে রেললাইন ও রেল স্টেশন ঘেঁষে এসব স্থাপনা তৈরির ফলে নিরাপদে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছিল। ট্রেনের চলাচল নির্বিঘ্ন করতে সোমবার সকালে শহরের শাহ-ফতেহ আলী ব্রিজ এলাকা থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান। অভিযানকালে শহরের কামারগাড়ী পর্যন্ত পাঁচ শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।

বগুড়া রেলওয়ে কর্মকর্তারা জানান, রেল চলাচল নিরাপদ করার পাশাপাশি জন-নিরাপত্তা নিশ্চিত করতে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। স্টেশন সব সময় পরিচ্ছন্ন রাখা এবং যাত্রীদের চলাচলে যেন সমস্যা না হয় সে কারণে বগুড়া রেলওয়ে স্টেশন ও তার আশপাশ এলাকায় অবৈধ দখলকারীদের উচ্ছেদ করা হয়েছে।

রেলের কানুনগো মোকারম হোসেন জানান, ইতোমধ্যে অবৈধ স্থাপনার একটি তালিকা তৈরি করা হয়েছে। আর পর্যায়ক্রমে এ অভিযান চলবে বলেও জানান তিনি।

এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।