ঘুরে আসুন প্রাচীন জনপদ


প্রকাশিত: ১০:৫৪ এএম, ০১ মার্চ ২০১৬

সমতটের এক প্রাচীন জনপদ যশোর। যশোর বাংলাদেশের একটি সুপ্রাচীনতম স্থান। প্রাচীনকালে এ জেলায় আর্য, দ্রাবিড়, মঙ্গল ও আদিম অধিবাসীরা বসবাস করত। ঢাকা থেকে সড়কপথে যশোর যেতে সময় লাগে ৬/৭ ঘণ্টার মতো। তবে ফেরী পারাপারের সময় যানজট থাকলে বেশি সময় লাগে।

jessor
অবস্থান
যশোর জেলাটি খুলনা বিভাগে অবস্থিত। ২৫৭৮.২০ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট যশোর জেলা উত্তরে ঝিনাইদহ ও মাগুরা জেলা, দক্ষিণে সাতক্ষীরা ও খুলনা জেলা,  পূর্বে নড়াইল ও খুলনা জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিম বঙ্গ দ্বারা বেষ্টিত।

jessor
যাত্রাপথে যা দেখবেন
ঢাকা থেকে যশোরে যাওয়ার পথে সাভার স্মৃতিসৌধ, সাভার ক্যান্টনমেন্ট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মানিকগঞ্জ জেলার বিভিন্ন দর্শনীয় স্থান, ফরিদপুর জেলার বিভিন্ন দর্শনীয় স্থান, মাগুড়া ও ঝিনাইদহ জেলার বিভিন্ন দর্শনীয় স্থান চোখে পড়বে।

দর্শনীয় স্থান
সাগরদাঁড়ি (মাইকেল মধুসূদনের জন্মস্থান), ক্ষণিকা পিকনিক কর্নার (খানজাহান আলী কর্তৃক খননকৃত) ও মির্জানগর।

jessor
প্রত্নতাত্ত্বিক নির্দশন
প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে রয়েছে চাঁচড়া রাজবাড়ি, কালী মন্দির, গাজী কালুর দরগা, সিদ্দিরপাশার দীঘি ও মন্দির, রাজা মুকুট রায়ের রাজবাড়ির অবশিষ্ট অংশ (দ্বাদশ শতক), নওয়াব আলী জুমলার বাসভবন (সপ্তদশ দশক), মুড়লীতে হাজী মুহম্মদ মহসীন কর্তৃক নির্মিত ইমাম বাড়ি।

সড়কপথে ভ্রমণ
গাবতলী বাসস্ট্যান্ড থেকে যশোর জেলায় ভ্রমণের জন্য সরাসরি বাস পাওয়া যায়। পরিবহনের মধ্যে সোহাগ পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহনসহ (বেনাপোল) বেশকিছু বাস রয়েছে। যার ভাড়া পড়বে ৫০০-৫৫০ টাকা।

jessor
বিমানপথে ভ্রমণ
হযরত শাহ জালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরে খুব সহজেই ভ্রমণ করা যায়। ঢাকা থেকে যশোরে বিমান ভ্রমণে সর্বনিম্ন খরচ হবে ৩,৫০০ টাকা আর সর্বোচ্চ খরচ হবে ৫,০০০ টাকা।

ট্রেনে ভ্রমণ
কমলাপুর রেল স্টেশন থেকে যমুনা সেতু হয়ে যশোরে ট্রেনযোগে ভ্রমণ করা যায়। সুন্দরবন এক্সপ্রেস ৪০০ টাকা থেকে ৮০০ টাকা।

এসইউ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।