মাধবদীকে থানায় উন্নীত করায় আনন্দ মিছিল


প্রকাশিত: ০১:৫৭ পিএম, ০১ মার্চ ২০১৬

দীর্ঘ ২৪ বছরের প্রাণের দাবির অবশেষে সফল হয়েছে নরসিংদীর মাধবদীবাসীর। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিকার সভায় সদরের মাধবদী তদন্ত কেন্দ্রকে থানায় উন্নীত করার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। আর এই ঘোষণায় আনন্দে ভাসছে গোটা মাধবদীবাসী। শহরের বিভিন্ন এলাকায় আনন্দ-মিছিল বের করা হয়েছে, বিতরণ করা হয়েছে মিষ্টি।

জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, নরসিংদী সদর থানার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়ন নিয়ে মাধবদী থানা গঠিত হয়েছে। মাধবদী পৌরসভা ছাড়াও নূরালাপুর, কাঠালিয়া, পাইকারচর, চরদিঘলদী, মহিষাশুরা, আমদিয়া ও পাঁচদোনা ইউনিয়ন নিয়ে হচ্ছে নতুন থানা। যার জনসংখ্যা তিন লাখ ১০ হাজার ৯৯৪ জন।

সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, দেশের সবেচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার বাবুরহাট। ওই হাটকে কেন্দ্র করেই মাধবদীতে গড়ে উঠেছে কয়েক হাজার শিল্প-প্রতিষ্ঠান। যার অধিকাংশ বাণিজ্যিক লেনদেন হয় মাধবদীতে। মূলত রাজনৈতিক ব্যক্তিদের সহাবস্থান ও সন্ত্রাস-চাঁদাবাজি নিমূলে কঠোর ভূমিকাই মাধবদীকে বস্ত্র নগরী হতে সহায়তা করে।

Narsingdi-Photoএই অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ১৯৯২ সাল থেকে মাধবদীকে থানা ঘোষণার দাবি জানায়। নিজেদের দাবির পক্ষে জনমত গঠনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। বিগত জাতীয় সংসদ নির্বাচনে জেলা আওামী লীগের সভাপতি পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হীরু (বীর প্রতিক) মাধবদীকে থানায় উন্নীতকরণের অঙ্গিকার করেন।

সদ্য সমাপ্ত হওয়ায় পৌরসভা নির্বাচনেও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাধবদীর পৌরসভার মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক একই অঙ্গিকার করেন। দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহের ব্যবধানেই মাধবদীকে থানায় উন্নীত করার প্রস্তাব অনুমোদন করা হলো।

এদিকে, মাধবদীবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণ হওয়ায় মঙ্গলবার সকালে আনন্দ মিছিল বের করেন শহর আওয়ামী লীগ। মিছিলটি পৌরসভা থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাকঘরের সামনে গিয়ে শেষ হয়। পরে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়।

থানা ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে স্থানীয় ব্যবসায়ীরা। মাধবদী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও জজ ভূঞা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ফায়জুর রহমান ভূঞা জুয়েল বলেন, মাধবদীকে থানা ঘোষণা করায় আমরা অত্যন্ত আনন্দিত। কারণ এটা এই অঞ্চলের মানুষের দীর্ঘ ২৪ বছরের প্রাণের দাবি ছিল। নবগঠিত থানা এই এলাকার শিল্প-কারখানার নিরাপত্তা আরো জোরদার করবে। যার মাধ্যমে বিকশিত হবে ব্যবসা-বাণিজ্য।

মাধবদী শহর আওয়ামী লীগের সভাপতি সালাহউদ্দিন আহমেদ বলেন, দীর্ঘদিন পর এই দাবি পূরণ করায় আমরা প্রধানমন্ত্রী ও পানিসম্পদ প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানায়।

মাধবদী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দিলীপ কুমার চক্রবর্তী বলেন, শিল্প এলাকা মাধবদীর আইন-শৃঙ্খলার জন্য থানাটি অত্যাধিক জরুরি ছিল। নবগঠিত থানা মাধবদীর আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী।

দুপুরে মাধবদী পৌরসভায় গিয়ে দেখা যায়, মেয়র হাজি মোশাররফ হোসেন প্রধান মানিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মিষ্টি মুখ করাচ্ছেন। উৎফুল্ল মানুষ একে অপরের সঙ্গে কোলাকুলি করে আনন্দ ভাগ করে নিচ্ছেন।

মাধবদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র হাজী মোশাররফ হোসেন প্রধান মানিক বলেন, মাধবদীকে থানায় উন্নীতকরণ জেলা আওয়ামী লীগের সভাপতি পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হীরুর বিজয়। এজন্য মাধবদী পৌরবাসীর পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর ফলে সাধারণ মানুষের আইনি সহায়তা পেতে ভোগান্তি কমবে। যা মাধবদীর শিল্পবান্ধবের ঐতিহ্য আরো প্রসারিত করবে।

পুলিশ সুপার আমেনা বেগম (বিপিএম) বলেন, দীর্ঘ প্রক্রিয়ার পর একটি পৌরসভা ও সাতটি ইউনিয়ন নিয়ে মাধবদী তদন্ত কেন্দ্রকে সরকার থানায় উন্নীতকরণের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। চূড়ান্ত অনুমোদনের পর স্বল্প সময়ের মধ্যেই থানার জনবল পদায়ন ও অবকাঠামো নির্মাণে উদ্যোগ নেয়া হবে।

মাধবদী শ্রমঘন ও বাণিজ্যিক এলাকা হওয়ায় এর গুরুত্ব অধিক। নতুন থানার ফলে দূরবর্তী স্থানগুলোতে দ্রুত নিরাপত্তা ও আইনগত সহায়তা প্রদান সম্ভব হবে।

সঞ্জিত সাহা/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।